ওয়েবসাইট তৈরীর জন্য নতুনদের পছন্দের প্রথম প্লাটফর্মটি হলো গুগল পরিচালিত ব্লগ তৈরীর প্লাটফর্ম Blogger। এর কারণ একটাই, ব্লগার সম্পূর্ণরূপে ফ্রি, নিরাপদ এবং দ্রুত গতিসম্পন্ন সার্ভার সরবরাহকারী একটি প্রতিষ্ঠান।
ব্লগারে সাইট তৈরীর জন্য প্রথমেই প্রয়োজন হয় একটি ভালো থিমের। ইন্টারনেটে প্রচুর ব্লগার থিম বিক্রির সাইট আছে। কিন্তু সেখানে পেমেন্ট করে থিম ক্রয় করা সাধারণ বাংলাদেশীদের জন্য কঠিন হয়ে পড়ে।
তাই, এই লেখায় আমরা বেশ কিছু দুর্দান্ত ব্লগার থিম সর্ব সাধারণের ডাউনলোডের জন্য উন্মুক্ত করে দিতে চলেছি।
থিমগুলোর প্রিমিয়াম ভার্সনের ডাউনলোড লিংক সরবরাহের পর এই থিমগুলো কিভাবে কাস্টোমাইজ করতে হয়, সেটাও বলে দেয়া হবে। কিন্তু সবার প্রথমে জানা প্রয়োজন, ব্লগার সাইটে থিম বা টেমপ্লেট আপলোড করতে হয় কিভাবে।
ব্লগারে নতুন থিম ইন্সটল করার উপায়
ব্লগারে নতুন থিম ইন্সটল করার উপায় খুবই সহজ। এখানে ধাপে ধাপে পুরো পদ্ধতিটি বর্ণনা করা হলো।
প্রথমে এই আর্টিকেলে উল্লেখিত থিমগুলোর ডেমো ঘুরে ঘুরে দেখুন। যেই থিমটি ভালো লাগবে, সেটা ডাউনলোড করে নিন। ডাউনলোড করার পর একটি জিপ (.zip) ফাইল পাবেন।
ফাইলটি আনজিপ করুন। ফাইল আনজিপ করতে না পারলে ইউটিউব বা গুগলের সাহায্য নিন। বেশিরভাগ মোবাইলের ডিফল্ট ফাইল ম্যানেজারেই আনজিপের অপশন থাকে। জিপ ফাইলের উপর ক্লিক করলেই সেই অপশনটি দেখা যায়।
ফাইল আনজিপ করার পর আপনি সেখানে একটা এক্সএমএল (.xml) ফাইল পাবেন। এই ফাইলেই মূলত আপনার কাঙ্খিত থিমটি রয়েছে। এটা এখন ব্লগার সাইটে আপলোড করতে হবে।
ব্লগার সাইটে থিম বা টেমপ্লেট আপলোড করার জন্য ব্রাউজারে গিয়ে ব্লগারের কন্ট্রোল প্যানেলে আপনাকে প্রবেশ করতে হবে।
ব্লগার এ্যাডমিন প্যানেলের মেনুবারে “Theme” নামের অপশন পাবেন। সেখানে ক্লিক করলে “Customize” বাটনের নিচে একটা “Down Arrow” দেখতে পাবেন।
সেখানে ক্লিক করলে “Backup” ও “Restore” সহ আরো কিছু অপশন পাবেন। এখানে “Backup” এ ক্লিক করে বর্তমান থিমের ব্যাকআপ ডাউনলোড করতে পারবেন।
তবে, থিম ইন্সটল করার জন্য আমাদেরকে “Restore” অপশন সিলেক্ট করে ঐ এক্সএমএল (.xml) ফাইলটা আপলোড করতে হবে। তারপর কিছুক্ষণ লোড নিয়ে থিম আপলোড হয়ে যাবে।
২০ টি অসাধারণ প্রিমিয়াম ব্লগার থিম ফ্রিতে ডাউনলোড করুন
এখানে সরবরাহ করা থিমগুলোর বেশিরভাগই আমরা অফিসিয়াল সাইট থেকে ক্রয় করেছি। তাই নির্ভয়ে এগুলো ব্যবহার করুন। এই থিমগুলো আপনার সাইটে ইন্সটলের পূর্বে আগের থিমের ব্যাকাপ নিয়ে নিতে ভুলবেন না। কোনো থিমের ডাউনলোড লিংক ব্রোকেন দেখালে কমেন্টে জানাবেন, আমরা আপডেট করে দেবো।
1. MagPro
MagPro নামের এই ব্লগার টেমপ্লেটটি নিউজ বা ম্যাগাজিন ব্লগের জন্য একদম উপযুক্ত। এটি ২০২০ সালে Templateify নামের একটি ওয়েবসাইটে প্রথম প্রকাশ করা হয়।
Templateify ব্লগার টেমপ্লেট বিক্রি করা সেরা প্রতিষ্ঠানগুলোর একটি। তাই এই টেমপ্লেটটির এর ডিজাইন বেশ ডায়নামিক এবং জটিলতামুক্ত।
Templify এর Premium ভার্সন থিমের স্পেশাল ফিচারগুলো হলোঃ-
- One Click Dark Mode
- 5 Featured Post
- 6 Content Block Styles
- 3 Sidebar Post Widgets
- 3 Comment Systems
- RTL Support
- Seo Optimized & ADs Management
- Footer Menu
- Mobile Friendly
- Adsense Friendly
- Auto Translate System
- Awesome Author Box
Magprpo এর একটি ফ্রি ভার্সন আছে। কিন্তু এই সমস্ত ফিচার শুধুমাত্র প্রিমিয়াম ভার্সনটিতেই পাওয়া যাবে।
2. Fast Gear
এই ব্লগার টেমপ্লেটটি অনলাইন নিউজ ব্লগ তৈরীর জন্য ডিজাইন করা হয়েছে। তবে নিউজ ব্লগ ছাড়াও এটা দিয়ে যেকোনো ধরণের অনলাইন পোর্টাল তৈরী করা যাবে।
Fast Gear এর থিমটি তৈরী করেছেন Nikz Naveed নামের একজন ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার।
Fast Gear থিমটির স্পেশাল ফিচারগুলো হলোঃ-
- Attractive Post Style
- Faster than average themes
- Effecitve Share Button
- Related Post Landscape Look
- 2 Column
- Retina Ready
- Author Widget Available
- Different Color Mode
এই থিমটির ফ্রি ভার্সন এ্যাভাইলেবল আছে। প্রিমিয়াম ভার্সনের মূল্য তেরোশত টাকা, তবে আমাদের কাছ থেকে পাবেন ফ্রিতে।
3. Cyber
এই থিমটি মূলত সেমি ম্যাগাজিন, নিউজ পোর্টাল এবং পার্সোনাল ব্লগ তৈরীর জন্য ডিজাইন করা হয়েছে।
এই ব্লগার থিমটির ফিচারগুলো হলোঃ
- Custom 404 Page
- SEO Optimised
- Google Testing Tool Validator
- Ads Slot Available
- HTML5 and CSS3
- Browser Compatibility
- Social Sharing
- Mobile Optimised
Cyber নামক এই ব্লগার থিমটির ফ্রি এবং প্রিমিয়াম উভয় ভার্সনই রয়েছে। প্রিমিয়াম ভার্সনের প্রকৃত মুল্য এক হাজার টাকা।
4. Apriezt
এই ব্লগার টেমপ্লেটটি সর্বপ্রথম ThemeForest এ প্রকাশিত হয়েছিল। খুব অল্প সময়ে জনপ্রিয় হয়ে যাওয়া এই থিমটির স্পেশাল ফিচারগুলো হলোঃ
- Auto resize thumbnail image
- Auto & Manual Slide Show
- Ajax Page Navigation
- News Ticker & Related Post Widget
- Total 12+ Post Type Designs
- Social Share Plugin
- Support Post Review System
- Seo Frienly & Ads Ready
Apriezt নামের এই টেমপ্লেটটির কোনো ফ্রি ভার্সন নেই। এর প্রিমিয়াম ভার্সনের মুল্য দুই হাজার টাকা। কিন্তু আমরা এটি ফ্রিতে দিচ্ছি।
5. Magify
এটি Templify ওয়েবসাইটের আরো একটি অসাধারণ ব্লগার থিম। এই থিমটিও অনলাইন পোর্টালের জন্য ডিজাইন করা হয়েছিল। এর গুরুত্বপূর্ণ ফিচারগুলো হলোঃ-
- Boxed Version Design
- Auto Traslate System
- Adsense Optimise
- Post Share Buttons
- Disqus and Facebook Comment
- Fully Optomizable Background, Widths, Colors and Font
- Auto Auther Box
- Post List Widget by (Recent, Label or Comments)
- Templatify Post Shortcodes
Templify এর অন্যান্য ব্লগার থিমের মতো এটারো ফ্রি এবং পেইড উভয় ভার্সনই রয়েছে। পেইড থিমের মুল্য প্রায় তেরোশত টাকা।
6. MaxSEO
এটি ব্লগার থিম সেলিং প্রতিষ্ঠান Gooyaabitemplates এ প্রথম প্রকাশিত একটি ব্লগার থিম। থিমটি দিয়ে যেকোনো ধরণের নিউজ সাইট, রিভিউ সাইট, টেক সাইট, ভিডিও শেয়ারিং সাইট এবং পার্সোনাল ব্লগ তৈরী করা যাবে।
MaxSEO থিমটির গুরুত্বপূর্ণ ফিচারগুলো হলোঃ-
- Clean Code
- SEO Friendly
- Designed using the leatest schema of Google
- Ads Ready
- fast loading
- Multi Color
- Breadcrumb NAvigation Ready
- Elegant
এই থিমটির প্রিমিয়াম ভার্সনের পাশাপাশি একটি ফ্রি ভার্সন আছে। প্রিমিয়াম ভার্সনের মুল্য পনেরো শত টাকা।
7. SeoAMP
এটি মোবাইল দিয়ে ব্রাউজ করার জন্য বিশেষভাবে ডিজাইন করা একটি ব্লগার টেমপ্লেট। এই ধরণের টেমপ্লেটের কাস্টমাইজেশন সিস্টেম সাধারণত খুব সহজ এবং উন্নত মানের হয়।
SeoAMP নামের এই ব্লগার থিমটির গুরুত্বপূর্ণ ফিচারগুলো হলোঃ-
- Google Testing Tool Validator
- Subscription Widget
- Search Box
- Disqus Comments
- Breadcrumbs
- Shortcodes
- Dynamic Heading
- Mobile Frienly Systems
- Beautiful Related Post Design
এই থিমটির কোনো ফ্রি ভার্সন নেই। প্রিমিয়াম ভার্সনের মুল্য সাতশো টাকা হলেও আমরা দিচ্ছি একদম ফ্রিতে।
- View Demo
- Download SeoAMP Blogger Temolate (Premium Version)
8. Director
যারা প্রোফেশনাল মানের পোর্টিফোলিও সাইট গুগলের ফ্রি ব্লগার প্লাটফর্ম দিয়েই তৈরী করতে চাচ্ছেন, তাদের কাছে এই ব্লগার থিমটি অসাধারণ মনে হবে। কারণ, এর ডিজাইন এতোটাই নিখুঁত যে, প্রথম দেখায় এটাকে আপনার ওয়ার্ডপ্রেস থিম ভাবে বেশিরভাগ মানুষ।
এটি এমন একটি ব্লগার থিম, যেটা কোডিং করার সময় ব্যবহারকারীর কথা বিশেষভাবে মনে রাখা হয়েছে। এজন্যই কোড একদম ফ্রেশ। যে কেউ চাইলেই সাইটের যেকোনো ডিজাইন কাস্টোমাইজেশন করে নিজের মতো করে নিতে পারবে।
Director নামের এই ব্লগার টেমপ্লেটটির গুরুত্বপূর্ণ ফিচারগুলো হলোঃ
- Google Testing Tool Validator
- Seo high Featured System
- Skill bars
- Bloggers, Disque or Facebook Comments
- Drop Down Menu
- Author Detail
- Special Post Shortcuts
- Blogger template Customizer
- Social Sharing Option Available
এই ব্লগার থিমটির একটি ফ্রি ভার্সন রয়েছে। প্রিমিয়াম ভার্সনের অফিসিয়াল মুল্য সাড়ে বারোশো টাকা। তবে আমরা দিচ্ছি সম্পূর্ণ ফ্রিতে।
9. Helio
যাদের ওয়ার্ডপ্রেসের জেনেরেটপ্রেস টেমপ্লেটটির প্রতি বিশেষ আকর্ষণ কাজ করে, তারা গুগল পরিচালিত ওয়েবসাইট তৈরীর ফ্রি প্লার্টফর্ম ব্লগারেই জেনারেটপ্রেসের স্বাদ নিতে পারেন। সেজন্য আপনাকে ব্যবহার করতে হবে, Helio নামের এই অসাধারণ থিমটি।
এটি দেখতে বেশ পরিষ্কার, সাধারণের ভেতর অসাধারণ একটি ব্লগার টেমপ্লেট। যারা নিউজপেপার এবং ম্যাগাজিন টাইপের থিম দেখতে দেখতে ক্লান্ত এবং বিরক্ত, তারা এই প্রিমিয়াম ব্লগার টেমপ্লেটটি ব্যবহার করতে পারেন।
Helio নামের এই ব্লগার টেমপ্লেটটির গুরুত্বপূর্ণ ফিচারগুলো হলোঃ
- Featured Post Widget
- Easy Admin Panel
- Drop down menu
- Social Icons
- Special Search Box
- Unlimited Colors To Use
- Ads Ready
- Numbered Page Navigation
- Breadcrumbs
- Related Posts
- Subscribe Box
- Author Box
এই ব্লগার থিমটি আমি নিজেও আগে ব্যবহার করতাম। এর প্রিমিয়াম ভার্সনের মূল্য প্রায় সাতশো টাকা। ফ্রি ভার্সনও আছে, তবে সেটায় ফিচার খুব কম।
10. Global
এই থিমটি সর্বপ্রথম থিমফরেস্টে পাব্লিশ হয়েছিল। সাধারণ একটি নিউজপেপার থিম। তবে পার্সোনাল ব্লগ হিসেবেও এটাকে ব্যবহার করা যাবে। থিমটির ডেমো লিংক দেয়া আছে, একবার যেয়ে দেখে আসুন।
Global নামের এই ব্লগার টেমপ্লেটটির গুরুত্বপূর্ণ ফিচারগুলো হলোঃ
- Special Light Box
- Minimal Design
- 3 Column Footer
- Social Sharing Option Available
- Support Video
- Ads Ready
- Clean Layout
- Browser Compatibility
এই ব্লগার থিমটির প্রিমিয়াম ভার্সনের মুল্য প্রায় সাড়ে বারোশো টাকা। থিমফরেস্ট থেকেই এটা কেনা যায়। তবে আমরা বিনামূল্যে এর প্রিমিয়াম কপি সরবরাহ করছি।
11. Infinity
যারা নিজেদের কোনো কোম্পানী কিংবা সার্ভিসের জন্য ব্লগার ব্যবহার করে সাইট বানাতে চান, তাদের জন্য এই থিমটি বিশেষভাবে উপযোগী। এর ডিজাইন এক কথায় চমৎকার। একবার দেখলেই এই থিমটির প্রেমে পড়ে যাবেন।
Infinity নামের এই ব্লগার টেমপ্লেটটির গুরুত্বপূর্ণ ফিচারগুলো হলোঃ
- Counter Box
- Scrolling Animation
- Info Box
- Project Section
- Costumer Review
- Featured Widget
- Mobile Compatibility
- Post Shortcodes
- Awesome About Section
- Blogger Template Customizer
এই থিমটির ফ্রি ভার্সন আছে বটে, কিন্তু ফ্রি ভার্সনে উপরে উল্লেখিত কোনো সুবিধাই আপনি পাবেননা। প্রিমিয়াম ভার্সনের মুল্য প্রায় দুই হাজার টাকা।
12. LiteSpot
এটা একটা নিউজপেপার ও ম্যাগাজিন টাইপের থিম হলেও এর ডিজাইন এই ধরনের অন্যান্য থিমের মতো সেকেলে না। নিউজপেপার থিমগুলোর মধ্যে এর অবস্থান নিঃসন্দেহে সামনের দিকে থাকবে।
LiteSpot নামের এই ব্লগার টেমপ্লেটটির গুরুত্বপূর্ণ ফিচারগুলো হলোঃ
- One Click Dark Mode
- Boxed Mode
- Ticker News by (Label, Recent or Popular Posts)
- Auto Translated System
- 8+ Advertisement System
- 4 Awesome Content Blocks by (Label or Recent)
- Table of Content Plugin
- 3 Differesnt Content Block Type
- Advance Related Post
- Native Cookie Conset
- Awesome About Section
- Fully Customizable Background, Width, Colors and Fonts
এতো কিছু ফিচার থাকার কারণ, এটি আমার প্রিয় প্রতিষ্ঠান Templify এর বানানো একটি ব্লগার থিম। এই থিমটি ব্যবহার করার পর হয়তো আপনার আর অন্য কোনো ব্লগার থিম ব্যবহার করার প্রয়োজনই পড়বে না। এর প্রিমিয়াম ভার্সনের মূল্য তেরোশো টাকা।
13. Median UI
আমি নিশ্চিত, আপনি এরকম কোনো ব্লগার থিম এর আগে কখনো দেখেননি। Mediun নামে আরো কিছু ভার্সনের ব্লগার থিম রয়েছে, যেমন Mediun AMP, Medium LTR এবং Mediun UI.
এগুলো এন্ড্রোয়েড এ্যাপের অনূরূপ করে তৈরী করা বিশেষ ধরণের ব্লগার থিম। ব্লগারের ক্ষেত্রে এই ধরণের ডিজাইন একদম নতুন এবং ইউনিক।
Median UI নামের এই ব্লগার টেমপ্লেটটির গুরুত্বপূর্ণ ফিচারগুলো হলোঃ
- Google Testing Tool Validator
- Auto Read More With Thumbnai
- Ui Design Social Share Button
- Email Newsletter Widget
- Recent Post Widget
- Night Mode Toggle
- SVG Icons
- Fast Loading Speed
এই থিমগুলো ঠিকমতো ব্যবহার করতে পারলে চমৎকার ওয়েবসাইট বানানো সম্ভব। এই থিমটির কোনো প্রিমিয়াম ভার্সন নেই। কিন্তু, এর ফ্রি থিমটিই অন্যান্য অনেক প্রিমিয়াম হাজার টাকা মূল্যের ব্লগার থিমকে টেক্কা দেয়ার সক্ষমতা রাখে।
14. News 52
এই ধরনের থিম বাংলাদেশের আঞ্চলিক কিছু সংবাদপত্রের অনলাইন পোর্টালে চোখে পড়ে। খুব কমন একটা থিম। ডেমো দেখুন, ভালো লাগলে ব্যবহার করুন।
News 52 নামের এই ব্লগার থিমটির গুরুত্বপূর্ণ ফিচারগুলো হলোঃ
- Easy Admin Panel
- Breaking News Ticker
- Unlimited Colors
- Search Box
- Subscribe box
- Recent Posts Carousel
- Magazine Layout
- Author Bio Box
- Recent Posts Slider
- Social Share Buttons
এই থিমটির প্রিমিয়াম ভার্সুনের মুল্য প্রায় নয়শো টাকা। এই থিমটি Songbad 52 নামেও বেশ পরিচিতি পেয়েছে ইদানিং।
15. Official Mag
এটা একটা দারুন নিউজপেপার ব্লগার থিম। আমেরিকান কিছু সংবাদ মাধ্যমের অনলাইন সংস্করণে এরকম ডিজাইন আপনি নিশ্চয়ই দেখেছেন।
ব্যক্তিগতভাবে আমার কাছে সবচেয়ে প্রিয় থিম এটি। যদি আপনি জাস্ট একটা থিমই ব্যবহার করতে চান, এটাই ট্রাই করুন। নিঃসন্দেহে, অসাধারণ অভিজ্ঞতা হবে।
Oficial Mag নামের এই ব্লগার থিমটির গুরুত্বপূর্ণ ফিচারগুলো হলোঃ
- Night Mode
- Responsive Colors
- Special Design
- Adsense Ready
- Sticky Widget
- Reaction Button
- Featured Post Widget
- Also read Button
- Breaking News Marquee
- Official Effect like wordpress Themes
এই দুর্দান্ত থিমটির প্রকৃত মুল্য প্রায় দুই হাজার টাকা। তবে আমরা এটিকে ফ্রিতেই দিয়ে দিচ্ছি।
16. Palki 2
এটি Palki থিমের আপডেট ভার্সন। Palki থিমটি যখন প্রথম পাবলিশের পর সেটি দ্রুত জনপ্রিয় হয়ে গিয়েছিল। তাই সেই থিমের কিছু ডিজাইন আপডেট করে এই Palki 2 থিমটি ডিজাইন করেছে MS Design.
Palki 2 নামের এই ব্লগার থিমটির গুরুত্বপূর্ণ ফিচারগুলো হলোঃ
- Breadcrumbs
- Special Google Comment
- Search Box
- Related Post
- Breadcrumbs
- No Encrypted Scripts
এই ব্লগার থিমটি অফিশিয়ালি কেনার জন্য আপনাকে এক হাজার টাকা ব্যয় করতে হবে।
17. Seopro
এটি Templateify নির্মিত ভিন্নধর্মী একটি থিম। ওয়ার্ডপ্রেসের এ্যাস্ট্রা থিমের সঙ্গে এই ব্লগার থিমটির বেশ মিল লক্ষ্য করা যায়। আশা করি, এই থিমটি বেশিরভাগ মানুষই বেশ পছন্দ করবে।
Seo Pro নামের এই ব্লগার থিমটির গুরুত্বপূর্ণ ফিচারগুলো হলোঃ
- One Click Dark Mode
- One Click Left Sidebar
- One Click Boxed Layout
- Awesome Ajax Mega Menu
- Header Ads
- Responsive YouTube Videos
- Advanced Related Posts
- Awesome About System
- Fully Customizable Background, Width, Colors and Fonts
- Native Cookie Consent
ব্লগার থিমগুলো সাধারণত অনেক বেশি গার্জিয়াস ডিজাইনের হয়, যেগুলো নিউজপেপার সাইটের জন্য ঠিকঠাক হলেও নিশ সাইটের ক্ষেত্রে একদম বেমানান লাগে।
অথচ, বেশিরভাগ মানুষই কিন্তু ব্লগারে নিউজপেপার সাইট নয়, বরং পার্সোনাল অথবা নিশ সাইট বানানোরই চেষ্টা করে। তাই এই ধরণের বেশি বেশি থিম ব্লগারের জন্য তৈরী করা প্রয়োজন।
18. Sora Ribbon
এটিও এক ধরনের নিশ বা পার্সোনাল ব্লগের জন্য উপযুক্ত একটি ব্লগার থিম। এর ডিজাইনটা একটু পুরোনো ধাঁচের হলেও বেশ ইউনিক কিছু আইটেম আছে এই থিমটিতে।
Sora Ribbon নামের এই ব্লগার থিমটির গুরুত্বপূর্ণ ফিচারগুলো হলোঃ
- 100% Responsive Design
- Google Rich Results
- Blogger, Disqus or Facebook Comments
- Social Sharing
- Awesome About Section
- Blogger Template Customizer
- Whatsapp Sharing
- Google Testing Tool Validator
অফিসিয়ালই এই থিমটি মূল্য এখন প্রায় তেরোশো টাকা। এর একটি ফ্রি ভার্সনও এ্যাভাইলেবল আছে।
19. Sora Seo
এটি একটি ম্যাগাজিন ব্লগার থিম। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের ক্ষেত্রে ভালো ফলাফল পাওয়ার জন্য বিশেষভাবে এই থিমটিকে তৈরী করা হয়েছে।
Sora Seo নামের এই ব্লগার থিমটির গুরুত্বপূর্ণ ফিচারগুলো হলোঃ
- Impressive Google Rich
- Minimalistic
- Slider
- Clean Layout
- All Browser Compatibility
এই থিমটির দাম প্রায় ছয়শো টাকার মতো। এর কোনো ফ্রি ভার্সন নেই।
20. TechMag
এটি টেকনোলজি নির্ভর ওয়েবসাইট তৈরীর জন্য বিশেষভাবে ডিজাইন করা আরেকটি ব্লগার থিম। সৌভাগ্যবশতঃ এটিও Templateify তৈরী করেছে।
এই থিমটির ডিজাইন বেশ সুন্দর। কালার কম্বিনেশন এবং ফিনিশিং চোখে পড়ার মতো।
TechMag নামের এই ব্লগার থিমটির গুরুত্বপূর্ণ ফিচারগুলো হলোঃ
- Dark Mode
- Trending Post Section
- Ajax Menu
- Post AD 1 and 2 on Post Page
- Advanced Author Box
- Need only one click to fix sidebar
- Custom Copyright
এই ইউনিক ডিজাইনের থিমটি গুগলের স্পীড টেস্ট পরীক্ষায় নব্বইয়ের উপর স্কোর করে। সুতরাং বুঝতেই পারছেন, এর লোডিং স্পীড বেশ ফাস্ট। এটির অফিসিয়াল মূল্য এক হাজার টাকা।
21. XMag
এটি বেশ সাধারণ একটি ম্যাগাজিন সাইট। তবে রিসেন্ট পোস্টের স্পেশাল ডিজাইন একে অন্য থিমগুলোর হতে পৃথক করে দিয়েছে।
XMag নামের এই ব্লগার থিমটির গুরুত্বপূর্ণ ফিচারগুলো হলোঃ
- Fast Loading
- Post list Widget
- Custom 404 Page
- Social Sharing
- Post Shortcodes
- Awesome About Section
তিন মাসের প্রিমিয়াম সাপোর্টসহ এই থিমটির বর্তমান মূল্য প্রায় বারোশো টাকা।
22. Seoify
এটি Templateify নির্মিত এসইও কে টার্গেট করে তৈরী করা আরো একটি থিম। এর ডিজাইন খুব পরিষ্কার। অনেক ধরণের পোস্ট ডিজাইন এবং উইজেট দিয়ে ভরা। গুগল স্পীড টেস্টে এর রেজাল্ট বেশ সন্তোষজনক।
Seoify নামের এই ব্লগার থিমটির গুরুত্বপূর্ণ ফিচারগুলো হলোঃ
- Auto RTL Menu
- Fixed Menu
- Automatic Mobile Menu
- Header Ads
- Post Share Buttons
- Fixed Sidebar
- Post List Widget
- Fully Customizable
- Dark Version
- Seo Optimised
- Boxed Version
এই ব্লগার থিমটির বর্তমান মূল্য প্রায় এগারোশো টাকা, যদিও অনেক থার্ড পার্টি ডিলার পাঁচশোতেও দেয়।
বিশেষ কিছু পোর্টিফোলিও সাইট তৈরীর ব্লগার থিম
নিজের নামে পোর্টিফোলিও সাইট তৈরীর জন্য ডোমেইন কেনার পর অনেকেরই হোস্টিং এর টাকা থাকে না। তারা পোর্টিফোলিও সাইট তৈরীর জন্য ব্লগারের দ্বারস্ত হন।
তাই এখানে প্রোফেশনাল মানের কিছু ব্লগার পোর্টিফোলিও থিমের প্রিমিয়াম ভার্সন ফ্রিতে দেয়া হলো।
23. Isaac
এটি একটি প্রোফেশনাল পোর্টিফোলিও ব্লগার থিম। এর সুন্দর গোছানো ডিজাইন আমার নজর কেড়েছে। আপনি একজন ডেভেলপার, ফটোগ্রাফার বা এই রকম কিছু হলে ক্লায়েন্টকে দেয়ার জন্য এই ধরণের পোর্টিফোলিও ব্যবহার করতে পারেন।
Isaac নামের এই ব্লগার থিমটির গুরুত্বপূর্ণ ফিচারগুলো হলোঃ
- Responsive Layout
- Custom Widgets
- Exclusive Menu
- SEO Friendly
- Creative Design
- Easy to Configure
ব্যক্তিগতভাবে, থিমটি আমার কাছে বেশ ভালো লেগেছে। এই থিমটির বর্তমান মুল্য দের হাজার টাকা।
24. Alex
এই পোর্টিফোলিও ব্লগার থিমের কালার কম্বিনেশন খুব সুন্দর। এদের “Experience” ট্যাবের আউটলেটটা যেকোনো ব্লগারকে খুশি করে দিতে পারে।
তবে এই থিমের ফন্টগুলো আমার কাছে তেমন ভালো লাগেনি। অবশ্য এটা কোনো সমস্যা না। সিএসএস সম্পর্কে ধারণা থাকলে আপনি এগুলো ইডিট করে নিতে পারবেন।
25. Folio
এই পোর্টিফোলিও ব্লগার থিমটিও আগের গুলোর মতো মতোই সুন্দর। এখানে বেশ কিছু এ্যানিমেশন দেয়া হয়েছে। সেগুলো থিমটির সৌন্দর্য আরো বাড়িয়ে দিয়েছে।
26. Basil
এই থিমটি বিভিন্ন কোম্পানি বা সার্ভিসের প্রোমোশনের জন্য তৈরী করা হয়েছে। তবে, পার্সোনাল পোর্টিফোলিও হিসেবেও ব্যবহার করা যাবে।
ব্লগারে থিম কাস্টমাইজ করার উপায়
ব্লগাে থিম কাস্টোমাইজেশন করার অনেকগুলো উপায় রয়েছে। থিম কাস্টোমাইজেশন করার আগে প্রথমে ঠিক করতে হবে, আমরা কি ধরণের কাস্টোমাইজেন চাচ্ছি।
নতুন একটা থিম সাইটে আপলোড করার সাথে সাথে অনেক অপ্রয়োজনীয় ডেটা সাইটে চলে আসে। সেগুলো ইডিট করার জন্য ব্লগারের কন্ট্রোল প্যানেলে গিয়ে মেনুবার থেকে “Layout” অপশনটি বাছাই করতে হবে।
সেখানে থিমের স্ট্রাকচার অনুযায়ী সমস্ত ডেটার কন্ট্রোল দেয়া থাকবে। প্রয়োজন অনুসারে ডেটাগুলো আপনাকে পরিবর্তন করে নিতে হবে।
আপনি চাইলে থিমের উইজেটগুলোর এক বা একাধিক আইটেম এখান থেকে খুব সহজেই হাইড বা আনহাইড করে দিতে পারবেন চোখের মতো আইকনটিতে ক্লিক করে। ডিলিটও করা যায়, কিন্তু ডিলিট না করাই বুদ্ধিমানের কাজ হবে।
এগুলো তো গেলো নর্মাল কাস্টোমাইজেশন। এবার, যদি আপনি থিমের ফন্ট, নির্দিষ্ট কোনো জায়গায় লেখার রঙ ইত্যাদী পরিবর্তন করতে চান, তবে মেনুবার থেকে “Theme” অপশনে যেতে হবে।
সেখানে কাস্টোমাইজ লেখায় ক্লিক করে লাইক ভিউয়ের সঙ্গে যেকোনো জায়গার ফন্ট, কালার, ফন্ট সাইজ ইত্যাদী পরিবর্তন করতে পারবেন।
তবে, বেশিরভাগ থিমেই এই অপশনের ভেতরে এতো বেশি সেটিংস থাকে না। শুধুমাত্র Templateify নির্মিত থিমগুলোতেই “Customize” বাটনের ভেতর এতো সেটিংস থাকে।
অন্যান্য বেশিরভাগ থিমে এধরণের ছোট ছোট পরিবর্তন এবং থিমের যেকোনো অংশ পরিবর্তনের জন্য, “Customize” বাটনের নিচের “Down Arrow” তে ক্লিক করবেন, তারপর “Edit HTML” এ ক্লিক করলে থিমের পুরো সেটিংস পেয়ে যাবেন।
আমাদের শেষ কথা
এখানে সরবরাহ করা থিমগুলো শুধুমাত্র ব্যক্তিগত কাজে ব্যবহার করবেন। কাউকে দিতে চাইলে বিনামূল্যে দিবেন।
যদি টাকা দিয়ে থিম কেনার মতো পর্যাপ্ত টাকা এবং সুযোগ আপনার থাকে, তবে অনুগ্রহ করে অফিসিয়ালি থিম কিনবে। কেননা, একেকটি থিম তৈরীর জন্য ডেভেলপারকে অনেক কষ্ট করতে হয়।
আশা করি, এখানকার ফ্রি ব্লগার থিমগুলো আপনার কাজে আসবে। ভালো থাকবেন।