প্রান্তিক প্রতিসম একাধিক সন্ধি আবরণের প্রদাহ জনিত সন্ধি ধ্বংসকারী অসুস্থতা যা কিনা ভারবাহী জায়গায় ও কখনো কন্ডরায় (Tendon) প্রায়ই অনুভব করা যায়। অস্থি, অস্থিসন্ধি, কন্ডরা ও পেশীরজ্জুর সাথে ক্ষেত্রবিশেষে অন্যান্য অসুস্থতা সংযুক্ত থাকার জন্য একে বাত ব্যাধি বলা হয়। আমাদের আজকের লেখাটি এই ধরনের সন্ধি ও মাংসপেশীর বাতের ব্যথার হোমিও চিকিৎসা বিষয়ক আলোচনায় বিস্তৃত।