স্তন বা ব্রেস্ট টিউমার যেকোনো বয়েসের বা যেকোনো শারীরিক বা মানসিক অবস্থার মহিলাদের জন্যই এক অজানা আতঙ্ক বা আশঙ্কার কারণ হয়ে দাঁড়ায়। হবেই বা না কেন? কারণ স্তন বা ব্রেস্ট টিউমার সঠিকভাবে চিকিৎসা না করা হলে পরবর্তীতে তা ক্যান্সার এর মতো জীবন ধ্বংসকারী অসুস্থতা সৃষ্টি করে। হোমিওপ্যাথি চিকিৎসা পদ্ধতি অত্যন্ত কার্যকর ও স্থায়ীভাবে স্তন বা ব্রেস্ট টিউমার নিরাময় করতে সক্ষম। নিচে ব্রেস্ট টিউমারের হোমিও চিকিৎসায় (Breast Tumour) ব্যবহৃত প্রধান কিছু হোমিওপ্যাথিক ওষুধের মধ্যে তুলনামূলক আলোচনা করা হলো।