যৌবনাবস্থার সূচনায় স্ত্রী-পুরুষ উভয়ের মুখমন্ডল, পৃষ্ঠ, স্কন্ধদেশ, নাসিকা এবং চিবুকে, কখনও দু-চারটি, কখনও শত শত বয়ঃব্রণ প্রকাশ পায়। এই ধরণের মুখের ব্রণ সমগ্র মুখমন্ডল তথা মুখের সার্বিক সৌন্দর্যের যথেষ্ট ক্ষতি করে। আপনি জেনে আনন্দিত হবেন, হোমিওপ্যাথি মতে কার্যকর ও স্থায়ীভাবে মুখের ব্রণ দূর করার ঔষধ (Acne removal treatment) আছে।