কথায় বলে- পেট ঠান্ডা তো দুনিয়া ঠান্ডা। কথাটি সম্পূর্ণ সত্য। পেটের পীড়ায় ভুক্তভোগী মানুষ মাত্রই বিষয়টি বিনা বাক্য ব্যয়ে স্বীকার করেন। পেটের পীড়া বলতে আমি পেটের সাধারণ সমস্যা সমূহ যেমন কোষ্ঠবদ্ধতা, উদরাময় বা পাতলা পায়খানা, নতুন বা পুরাতন আমাশয়, আইবিএস বা ইরিটেবল বাউয়েল সিন্ড্রোম প্রভৃতির কথা বলছি। আজ আমরা এইসব রোগের হোমিওপ্যাথিক চিকিৎসা পদ্ধতি নিয়ে আলোচনা করব।