বিভিন্ন কারণে কখনো কখনো মলদ্বার এর বাইরের ও ভেতরের শিরা ফুলে ওঠে। শিরাতে ছোট ছোট মটর দানার মতো বলি হয়। এইসব বলি বা অর্শ দিয়ে পায়খানার সঙ্গে রক্ত পড়ে। বলি এক বা একাধিক হতে পারে। এই রোগকে বলা হয় অর্শ রোগ বা পাইলস। অর্শ বা পাইলসের হোমিও চিকিৎসা ও অর্শ (Hemorrhoids) রোগ নিরাময়ে হোমিওপ্যাথিক ওষুধের প্রয়োগ কৌশল নিয়ে লেখাটি সাজানো হয়েছে।