যন্ত্রণাদায়ক মাসিকের ব্যথার হোমিও চিকিৎসা (Menstrual pain) বা ডিসমেনোরিয়া চিকিৎসায় (Dysmenorrhea treatment) হোমিওপ্যাথি চিকিৎসা পদ্ধতি খুবই কার্যকরভাবে সারা বিশ্বে ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে। হোমিওপ্যাথি চিকিৎসায় মহিলাদের এই যন্ত্রণাদায়ক সমস্যাটি স্থায়ীভাবে নিরাময় হয়।
কেননা এক্ষেত্রে রোগীর জরায়ুর যাবতীয় সমস্যা তা সে জীবাণু সংক্রমণ জনিত হোক বা জরায়ুর টিউমার বা গঠনগত পরিবর্তনের কারণে হোক, সঠিক কারণ নির্ণয় করে সমলক্ষণ মতে চিকিৎসা হবার কারণে রোগীর যাবতীয় কষ্টদায়ক লক্ষণ সমূহ তার মূলগত কারণসহ নিরাময় হয়।
রোগীর মাসিকের অনিয়ম ও মাসিকের সময়কালীন ব্যথা বেদনা সমূহ ধীরে ধীরে কমে আসে ও একটা নির্দিষ্ট সময় পরে সে সম্পূর্ণ সুস্থ স্বাভাবিক জীবন উপভোগ করে।
Dysmenorrhea treatment বা মাসিকের ব্যথার হোমিও চিকিৎসায় ব্যবহৃত সেরা হোমিও ওষুধ
ভাইবার্নাম অপুলাস
জরায়ুর যন্ত্রণাদায়ক রোগে নিঃসন্দেহে এটা একটা মূল্যবান ওষুধ। ডিসমেনোরিয়া বা যন্ত্রণাদায়ক মাসিকের ব্যথায় এর ৩০ শক্তি থেকে মূল মাদার টিংচার পর্যন্ত ব্যবহৃত হয়। তবে এটা স্নায়ুশূল প্রকৃতির মাসিকের ব্যথায় সবচেয়ে বেশি উপকারী। এতে বেদনা পিঠে আরম্ভ হয়ে কোমরের চারদিকে ও জরায়ুতে যায় এবং সেখানে ক্র্যাম্প বা আক্ষেপে পরিসমাপ্ত হয়। এটাই ভাইবার্নাম এর সর্বপ্রধান লক্ষণ।
মাসিকের ব্যথার হোমিও চিকিৎসা কাজে ব্যবহৃত অন্যান্য গুরুত্বপূর্ণ ওষুধ সমুহ
একটিয়া রেসিমোসো
একটিয়ার বেদনা কোমরে থাকে এবং কুঁচকির ভিতর দিয়ে উরুদেশে যায়।
ক্যামোমিলা
ক্যামোমিলার ব্যথার অনুভূতিটা রোগীর কাছে অসহ্য মনে হয়। বেদনায় রোগিণীকে পাগল করে তুলে। সে ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং সে ব্যথা সহ্য করতে পারছেনা বলে প্রকাশ করে।
কলোফাইলাম
এর বেদনা সবিরাম ও আক্ষেপিক (spasmodic)। বেদনায় রোগিণী চিৎকার করে।
ম্যাগ্নেসিয়া ফস
ম্যাগ্নেসিয়া ফসের বেদনা তলপেটে গরম ছেঁক দিলে উপশম হয়।
যন্ত্রণাদায়ক মাসিকের (Painful periods) ব্যথার চিকিৎসায় ব্যবহৃত অন্যান্য হোমিও ওষুধ সমুহ
যন্ত্রণাদায়ক মাসিকের ব্যথা বা ডিসমেনোরিয়া চিকিৎসায় অন্যান্য যে সকল ওষুধ সমুহ ব্যবহার হয় তাদের মধ্যে পালসেটিলা, কক্বিউলাস, কুপ্রাম, ক্রোকাস, ক্যাকটাস, বেলেডোনা, প্ল্যাটিনাম প্রভৃতি উল্লেখযোগ্য।
প্রাসঙ্গিক লেখাটি পড়ে দেখতে পারেন-
Best Homeopathic Remedy for Dysmenorrhea or Menstrual Cramps
মাসিকের ব্যথা চিকিৎসায় হোমিওপ্যাথি চিকিৎসা নিন, সুস্থ থাকুন
আপনার নিজের অথবা পরিচিত কারো এই যন্ত্রণাদায়ক সমস্যাটি থাকলে তার চিকিৎসার্থে আজই একজন ভালো হোমিওপ্যাথিক চিকিৎসক এর সাথে যোগাযোগ করুন। প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করে আমাদের আন্তরিক সেবার সুযোগ গ্রহণ করুন। আমরা নিশ্চিত করছি স্বল্প খরচে মানসম্মত হোমিওপ্যাথি চিকিৎসা সেবার নিশ্চয়তা।
অনলাইনে চিকিৎসা নিন, নিশ্চিন্তে থাকুন
“হোমিওপ্যাথি – সম্পূর্ণ বাংলায়” ব্লগ কতৃপক্ষ দীর্ঘদিন যাবত অনলাইন ভিত্তিক চিকিৎসা সেবা প্রদান করে আসছে।
অনলাইনে যে কোন সমস্যার চিকিৎসার প্রয়োজনে এখানে উল্লেখিত ইমেইল ঠিকানা‘য় আপনার সমস্যার কথা আমাকে লিখে ইমেইল করে জানাতে পারবেন। আমি আমার সামর্থ্য অনুযায়ী সব ধরণের চিকিৎসা বিষয়ক সাহায্য, সহযোগিতা, পরামর্শ ও চিকিৎসা পদ্ধতির বিস্তারিত বিবরণ জানিয়ে দ্রুত ইমেইল এর জবাব লিখে রিপ্লাই করব।
এছাড়া চিকিৎসা বিষয়ক কোন প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। গোপনীয়তা বজায় রাখতে আমার ইমেইল ঠিকানায় সরাসরি ইমেইল করে আমাকে আপনার প্রশ্নটি জানাতে সুপারিশ করা যাচ্ছে।
লেখাটি পড়ে ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করতে ভুলবেন না যেন।
আরও পড়ুন-