শাহীন হোমিও হল: একটি আদর্শ হোমিওপ্যাথি চিকিৎসা সেবা প্রদানকারী প্রতিষ্ঠান।
এখানে প্রকৃত হোমিওপ্যাথি মতে নতুন অথবা পুরাতন রোগ যেমন- যাবতীয় চর্ম ও যৌনরোগ, শ্বাসকষ্ট বা হাঁপানি, গাইনী ও স্ত্রীরোগসহ সর্ব প্রকার জটিল ও কঠিন রোগের বা অসুস্থতার লক্ষণসমূহ যথাযথভাবে পরীক্ষা করে সঠিকভাবে রোগ নির্ণয় করার পর সুচিকিৎসা দেয়া হয়।
স্বশরীরে দেখা করে সম্পূর্ণ পার্শ্ব-প্রতিক্রিয়ামূক্ত হোমিওপ্যাথিক চিকিৎসা নিন, সুস্থ থাকুন
আপনি কি আপনার দীর্ঘদিনের সমস্যা অথবা অসুস্থতা নিরাময়ে একজন বিশ্বস্ত ও অভিজ্ঞ হোমিওপ্যাথিক চিকিৎসক এর শরনাপন্ন হতে চাইছেন।
আমি মোঃ সাজু আহমেদ।
আমি বাংলাদেশ হোমিওপ্যাথিক মেডিক্যাল বোর্ড হতে ডি.এইচ.এম.এস কোর্স সম্পন্ন করেছি। দীর্ঘ প্রায় ১৫ বৎসর যাবত বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে হোমিওপ্যাথিক চিকিৎসা সেবা দিয়ে আসছি। আমার পূর্ণাঙ্গ প্রোফাইল -এই লিংকে পাবেন।
আমি শাহীন হোমিও হল, ১১নং সুপার মার্কেট, মুন্সিগঞ্জ সদর, মুন্সিগঞ্জ, বাংলাদেশ -এই ঠিকানায় নিয়মিত রোগী দেখে আসছি।
আপনি নিঃসংকোচে স্বশরীরে আমার চেম্বারে এসে আমার সাথে আপনার সমস্যার ব্যাপারে কথা বলতে পারবেন।
হোমিওপ্যাথি চিকিৎসা বিজ্ঞান -এর উপর আমার দক্ষতা
মানুষের পক্ষে সব বিষয়ে সমান জ্ঞান রাখা সম্ভব নয়। চিকিৎসা বিজ্ঞানের ক্ষেত্রেও এই কথাটি সত্য। এ কারণেই অন্যান্য চিকিৎসা পদ্ধতিতে মানুষের একেক অঙ্গ বা তন্ত্র ভিত্তিক বিশেষ প্রশিক্ষণ ও প্রশিক্ষণ শেষে সনদ বা বিশেষজ্ঞ ডিগ্রী প্রদান করা হয়। হোমিওপ্যাথিতে যদিও এ ধরণের ডিগ্রীর প্রচলন নেই।
তবে সেই হ্যানিম্যানীয় যুগ থেকেই মানবসভ্যতার বৃহত্তর কল্যানের জন্য প্রখ্যাত হোমিও চিকিৎসকগণ মানবদেহের সর্ববিধ অসুস্থাবস্থার চিকিৎসা বিষয়ক জ্ঞান অর্জনের অসম্ভব প্রচেষ্ঠাকে অগ্রাহ্য করে নির্দিষ্ট কিছু বিষয়ের উপর তাদের দক্ষতা ও জ্ঞান বৃদ্ধির প্রয়াস চালিয়েছেন।
যেমন ডা. এইচ. সি. এলেন চর্মরোগের চিকিৎসায় প্রসিদ্ধ ছিলেন। ডা. জেমস টাইলার কেন্ট মানুষের মানসিক রোগ চিকিৎসা খুব ভালোভাবে বুঝতে পারতেন। ডা. বোরিক গাইডিং সিম্পটমস্ এর উপর বেশি গুরুত্ব দিতেন, ইত্যাদি।
আমি তাদের একজন একনিষ্ঠ অনুসারি হিসাবে তাদের পদাঙ্ক অনুসরণ করছি মাত্র। এ কারণেই দীর্ঘদিন যাবৎ মানব শরীরের বিভিন্ন প্রকার টিস্যু বা কলা ও তার অস্বাভাবিক বৃদ্ধি, বিকৃত অবস্থা সৃষ্টি, কাঠিন্য অবস্থা অথবা অস্বাভাবিক শিথিল অবস্থা, টিস্যুতে পুঁজাশয় বা পঁচন অবস্থা সৃষ্টি, বিভিন্ন প্রকার জীবাণুর সংক্রমিত অবস্থা এবং তার কারণে সৃষ্টি বিভিন্ন প্রকার অসুস্থতার উপর বিস্তৃত পরাশুনা করার পাশাপাশি রোগীক্ষেত্রে হোমিওপ্যাথিক চিকিৎসা পদ্ধতি -এর উপর কাজ করে আসছি।
নিম্নে আমার প্রশিক্ষণ লব্ধ চিকিৎসার পরিধি উল্লেখ করা হলো-
আমি কি কি সমস্যার চিকিৎসা করি?
শ্বসনতন্ত্রের সংক্রমণ
- নিউমোনিয়া, ব্রাঙ্কোনিউমোনিয়া, ব্রঙ্কাইটিস ও প্লুরিসি
- গলার ক্ষত, গলদাহ, ল্যারিংজাইটিস, ফ্যারিংজাইটিস
- টনসিল প্রদাহ বা টনসিলাইটিস
- শ্বাসকষ্ট বা হাঁপানি।
চর্মরোগ
- বিভিন্ন প্রকার দাদ বা রিং ওয়ার্ম
- টিনিয়া ভারসিকালার, টিনিয়া করপরিস, টিনিয়া ক্রুরিস
- একজিমা, ডার্মাটাইটিস, স্ক্যাবিস, সোরায়সিস
- অ্যালোপেসিয়া অ্যারিয়েটা অথবা চুলপড়া বা টাক পড়া
- ভাইটিলিগো, লিউকোডার্মা, শ্বেতী, ছউদ, ছলম
- লিচেন প্লানাস, প্রুরাইটাস।
যৌনরোগ
- যৌন সংক্রামিত রোগ (এস.টি.ডি.)
- যৌন দুর্বলতা, অবাঞ্চিত শুক্রক্ষরণ
- দ্রুত বির্যপাত,ধ্বজভঙ্গ।
অস্বাভাবিক টিস্যু বৃদ্ধি অথবা টিস্যুর স্থিতিস্থাপকতা নষ্ট হওয়া এবং সংশ্লিষ্ট অসুস্থতাসমূহ
- দূষিত বা ক্যান্সার জাতীয়, অল্পদূষিত অথবা নির্দোষ টিউমার
- অর্শ অথবা পাইলস, ফিশ্চুলা, ভগন্দর, কন্ডালোমেটা বা মলদ্বারের মাংসবৃদ্ধি
- নাক ও কানের পলিপ, বিভিন্ন প্রকার আঁচিল, তিল অথবা জড়ুঁল।
গাইনী ও স্ত্রীরোগ
- স্ত্রী অথবা পুরুষের বন্ধাত্য অর্থাৎ সন্তান জন্মদানে অক্ষমতা
- স্তন টিউমার অথবা ফাইব্রোএডিনোমা
- জরায়ুর বৃদ্ধি, জরায়ুর স্থানচ্যুতি অথবা জরায়ুর কাঠিন্য
- জরায়ুর টিউমার অথবা ফাইব্রয়েড টিউমার
- চকোলেট সিস্ট অথবা ডিম্বাশয়ের চকোলেট সিস্ট
- লিউকোরিয়া বা সাদা স্রাব, স্বল্পরজঃ, অতিরজঃ, মাসিক কালিন ব্যাথা
- জরায়ুর মুখে ঘা অথবা ক্ষত।
বিকল্প অনলাইন যোগাযোগ ও চিকিৎসা বিষয়ক আলোচনা
আমার চেম্বারে এসে দেখা করার জন্য যদি আপনার হাতে পর্যাপ্ত সময় না থাকে অথবা বাংলাদেশের বাইরে থাকার কারণে যদি আপনার পক্ষে আমার সাথে সরাসরি দেখা করা সম্ভব না হয় সেক্ষত্রে আপনি আমাকে আপনার সমস্যার কথা এই ওয়েবসাইটে প্রাপ্ত রোগীলিপি বিবরণী ফর্ম পূরণ করে জানাতে পারেন।
অনুগ্রহ করে রোগীলিপি বিবরণী ফর্ম ভালোভাবে পড়ে সঠিকভাবে পূরণ করে MS Word বা PDF ফাইল ফরম্যাট হিসেবে ইমেইল এটাচমেন্ট এর মাধ্যমে এই ঠিকানায় পাঠাবেন।
আপনি ইচ্ছে করলে যোগাযোগ পাতা’য় বর্ণনা করা পদ্ধতি ব্যবহার করেও আপনার অসুস্থতার তথ্যাদি আমাকে পাঠাতে পারবেন।
আমি আপনার ইমেইল খানা পড়ে যত দ্রত সম্ভব উত্তর দেয়ার চেষ্টা করব।
সমস্যা যাই হোক না কেন, আমাকে বিস্তারিত লিখে পাঠাবেন। আপনার গোপনীয় কিছু থাকলে তা সবসময়ই গোপনীয় থাকবে।