সাইনোসাইটিসের সেরা হোমিও ওষুধের লক্ষণ নির্দেশিকা

Sinus শব্দটি বিভিন্ন অর্থবহ, তবে বিশেষভাবে নাসাগর্তকেই বুঝায় (A hollow or cavity in the nasal sinuses)। তরুণ নাসিকা প্রদাহের (Acute Rhinitis) ক্ষেত্রে কপালের গর্তে (Frontal Sinuses) সর্দিজাত প্রদাহের সৃষ্টি হয়ে নাসা রক্তাধিক্য ঘটে। নাসিকা ঝিল্লির বিবৃদ্ধি (Hypertrophy of the nasal membrane) অথবা কোনো রকম বৃন্তার্বুদ (Polipi) নির্গম পথকে অবরুদ্ধ করলে কপালে নালি ঘা হয়ে থাকে। তাই সাইনোসাইটিস (Sinusitis) বলতে সাইনাসের প্রদাহ বা কপালের অস্থিগহ্বরের প্রদাহজনিত ব্যাধিকেই বুঝায় (যদিও এটা সর্দির কারণে সৃষ্টি)।

উল্লেখযোগ্য, অন্যান্য কারণের মধ্যে আছে অভিঘাতিক (Traumatic), উপদংশ (Syphilis) এবং বহু ছিদ্র কোষের ব্যাধি (diseases of the ethmoid cell)।

সাইনোসাইটিসের লক্ষণ (Sign and symptoms of Sinusitis) কি?

নাসার উপরিভাগে এবং কপালে একধরনের ভারবোধ, অস্বস্তিকর বোধ এবং তীব্র যন্ত্রণার সৃষ্টি হয় এবং সেখানে সর্দিজ নিঃসরণ (secretion) পুঞ্জীভূত হয়।

বার বার চিড়িক মারা ব্যথা (shooting pain) দেখা দেয়। ফলে কপালে স্পর্শকাতর ভাবের সৃষ্টি হয়। আবার অনেক ক্ষেত্রে বেদনা বার বার ফিরে আসে। শীতকালে এই রোগের প্রকোপ বেশি হয়।

সাইনোসাইটিসের হোমিওপ্যাথি চিকিৎসায় ব্যবহারযোগ্য প্রধান কিছু ঔষধের লক্ষণ সমষ্টি (Homeopathic Treatment of Sinusitis)

আর্সেনিক অ্যালবাম

মুখমণ্ডল স্ফীত, জ্বালাকর বেদনা। রোগ লক্ষণ রাতে বৃদ্ধি, খোলা বাতাসে উপশম। নাক সেঁটে ধরা; চিৎ হয়ে শুতে পারে না। চটচটে ঘাম, রাতে অধিক। ঠান্ডা সহ্য করতে পারে না।

অরাম মেট

গণ্ডমালা ধাতুগ্রস্থ ও উপদংশ দুষ্ট রোগী। মুখমণ্ডলের বা পাশে টেনে ধরার ন্যায় বা ছিঁড়ে ফেলার ন্যায় বেদনা। মনে হয় দাঁত বর্ধিত হয়েছে এবং মস্তক অত্যন্ত স্পর্শকাতর।

চেলিডোনিয়াম

ডান গালের অস্থির স্ফীতি। চোয়ালের অস্থি গহ্বরে ছিঁড়ে ফেলার ন্যায় বেদনা। ডান কপালে এবং ডান চোখে স্নায়বিক বেদনা, ডান কাঁধ পর্যন্ত বিস্তৃত হয়।

চায়না

মোটাসোটা ও অপরিষ্কার নোংরা ধাঁচের লোক। রক্তমেহ, মেহ, উদরাময় হেতু দুর্বলতা। স্নায়বিক বেদনা পর্যায়ক্রমে প্রকাশ পায়। চোখের গহ্বরে নিচের দিকে চোয়ালের ধমনীতে বেদনা।

ফ্লোরিক এসিড

উপদংশ দোষ দুষ্ট ও পারদ অপব্যবহার জনিত অস্থি বেদনা। নাকের ভেদক অস্থিতে ঘা। কপালে রুক্ষভাব এবং তীব্র বেদনা যুক্ত। চোখে খোঁচা মারা বেদনা, ইত্যাদি লক্ষণে প্রযোজ্য।

হিপার সালফার

মুখাস্থির স্পর্শকাতরতা, নাকের গোড়ায় দপদপানি ব্যথা। গণ্ডমালা ধাতুগ্রস্থ ব্যক্তিদের ক্ষেত্রে উপযোগী।

ক্যালি হাইড্রো

উপদংশ জাত কারণ বর্তমান। নাকের গোড়া অবরুদ্ধ। ভারবোধ, নাসাস্থি গহ্বরে বেদনা। দপদপানি, তীর বিদ্ধবৎ বেদনা।

নাকে ঘা, নাসিকায় মামড়ি পড়া, মাথায় ঢিপির ন্যায় ফুলে ওঠে। চুলের বর্ণ পরিবর্তন।

ফসফরাস

গাল এবং কপালের অস্তিত্বে তীর বিদ্ধবৎ বেদনা। অস্থি গহ্বরে জ্বালা ও দপদপানি ব্যথা।

অত্যধিক গন্ধপ্রবণ এবং নাসিকার বৃন্তার্বুদ।

সাইলেসিয়া

যখন নালীক্ষত থেকে পুঁজ নির্গত হয়। পুঁজ পাতলা, রক্তমিশ্রিত, রক্তধোয়া জলের মতো পুঁজ।

নালিক্ষতের মুখ শক্ত, কিছুতেই শুকায় না।

স্ট্যাফিসেগ্রিয়া

মুখাস্থির প্রদাহ, চোয়ালের হাড়ে বেদনা। কোন কিছু গেলার সময় বামকানে সূচীবিদ্ধ বেদনা।

বায়োকেমিক মতে সাইনোসাইটিস চিকিৎসা

ক্যালকেরিয়া ফ্লোর

নাসাক্ষত এবং দুর্গন্ধ যুক্ত প্রচুর নাসিকা স্রাব। ঘ্রাণশক্তি কমে যায়। নাসিকার অস্থিগহ্বরে ক্ষত।

নেট্রাম ফস

নাকের গোড়ায় টাটানি ব্যথা, পচা গন্ধ সহ নাসিকা স্রাব, অনবরত নাক ঠোঁটে।

সাইনোসাইটিস বা সাইনাস প্রদাহের হোমিওপ্যাথি চিকিৎসা সম্পর্কে আরও বিশদভাবে নীচের লেখাতে আলোচনা করা হয়েছে।

পড়ুন- 10 Best Homeopathic Remedies Used for the Treatment of Sinusitis

Leave a Comment