With Bangla অনলাইনে ইনকাম এবং জীবন সম্পর্কিত বিষয় সমূহকে উদ্দেশ্য করে গড়ে ওঠা একটি ব্লগ বা ওয়েবসাইট৷ বাংলাভাষী যে কোনো বয়সী মানুষের জন্য এই ব্লগ বা ওয়েবসাইটটি সমানভাবে উপযুক্ত।
With Bangla কোনো ব্যক্তি কেন্দ্রিক ওয়েবসাইট নয়। চলতি বছরের জুলাই মাসে এস এম হাসিব হাসনাইন কর্তৃক প্রতিষ্ঠিত হলেও কয়েকজন নিঃস্বার্থ বন্ধু With Bangla এর সঙ্গে নিজেদের জড়িয়ে ফেলে এবং With Bangla এর অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে শুরু করে।
With Bangla এর উদ্দেশ্য সম্পূর্ণ বাংলা ভাষায় অনলাইনে ইনকাম ও জীবন সংক্রান্ত তথ্যবহুল আর্টিকেল প্রকাশের মাধ্যমে মানুষের নানাবিধ সমস্যার সমাধান করা এবং নিত্যনতুন বিষয়ে জ্ঞান বিতরণের চেষ্টায় মগ্ন থাকা।