ফেসবুক থেকে ভিডিও ডাউনলোড করার উপায় (Facebook Video Download Tutorial)

ইউটিউবের মতো ফেসবুকও এখন ভিডিও শেয়ারিং প্লাটফর্মে পরিণত হয়ে গেছে। বিভিন্ন ভিডিও মেকাররা বেশ উৎসাহের সঙ্গে ফেসবুকে তাদের তৈরী করা ভিডিও আপলোড করে চলেছেন। ফেসবুকে ব্রাউজিং করার সময় প্রায়ই এসব ভিডিও আমাদের মন ছুঁয়ে যায়। পরবর্তীতে ইন্টারনেট কানেকশন না থাকা অবস্থায় দেখার জন্য সেগুলো ডাউনলোড করে মোবাইলের মেমোরীতে রেখে দিতে ইচ্ছে করে।

ইউটিউবের ভিডিও ডাউনলোড করার জন্য অফিশিয়ালভাবে ডাউনলোডিং সিস্টেম রাখা হলেও ফেসবুকের নিজস্ব এমন কোনো ডাউনলোড সিস্টেম নেই। তাই সাধারণভাবে আমরা ফেসবুক থেকে ভিডিও ডাউনলোড করতে পারি না।

কিন্তু কথায় আছে, সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুল বাঁকাতে হয়! আজ আমরা আঙ্গুল বাঁকিয়ে ঘি তথা ফেসবুক ভিডিও ডাউনলোড করার উপায় সম্পর্কে জানব।

সূচীপত্র

ফেসবুক থেকে ভিডিও ডাউনলোড করব কিভাবে?

ফেসবুক থেকে ভিডিও ডাউনলোড করার তিনটি উপায় রয়েছে। সেগুলো হল-

ওয়েবসাইটের মাধ্যমে ফেসবুক থেকে ভিডিও ডাউনলোড করা তুলনামূলকভাবে সামান্য কঠিন, কিন্তু অনেক বেশি নিরাপদ। এই পদ্ধতিতে পিসি ও মোবাইল উভয় ডিভাইস দিয়েই ভিডিও ডাউনলোড করা যায়।

ক্রোম এক্সটেনশনের মাধ্যমে পিসিতে ফেসবুক ভিডিও ডাউনলোড করা খুবই সহজ এবং সকল ভিডিওই ডাউনলোড করা যায়। কিন্তু, মোবাইল দিয়ে এক্সটেনশন ব্যবহার করা সহজ নয়।

অন্যদিকে, App দিয়ে ফেসবুক থেকে ভিডিও ডাউনলোড করা একদমই সহজ। কিন্তু কিছু এ্যাপ রয়েছে, যেগুলো আপনার ফেসবুক এ্যাকাউন্টের ডাটা চুরি করতে পারে। তবে এই আর্টিকেলে আমি যে এ্যাপটির কথা বলব, সেটি চোখ বন্ধ করে আপনারা ব্যবহার করতে পারবেন। কেননা, কয়েক লক্ষ মানুষ এই এ্যাপটি ব্যবহার করে আসছে এবং এর রেটিংও বেশ ভালো।

প্রথমে আমরা App দিয়ে ফেসবুক থেকে ভিডিও ডাউনলোড করার পদ্ধতি শিখব, এরপর যথাক্রমে ওয়েবসাইট এবং এক্সটেনশনের মাধ্যমে।

App টি যেহেতু মোবাইল ব্যবহারকারীদের জন্য, তাই কম্পিউটার ব্যবহারকারীরা এখানে ক্লিক করে এ্যাপের অংশটুকু Skip করতে পারেন।

App দিয়ে মোবাইলে ফেসবুক থেকে ভিডিও ডাউনলোড করব কিভাবে?

ফেসবুক থেকে ভিডিও ডাউনলোড করার অনেকগুলো Android App থাকলেও সবগুলোই সমানভাবে নিরাপদ ও কার্যকরী নয়।

এক্ষেত্রে ব্যক্তিগতভাবে FastVid নামক Andorid App টি আমার কাছে বেশি কার্যকরী ও নিরাপদ বলে মনে হয়েছে। প্লেস্টোরে খুব সহজেই এই এ্যাপটির খোঁজ আপনি পেয়ে যাবেন।

Facebook Video Download App

FastVId - ফেসবুক ভিডিও ডাউনলোড করার অ্যাপস

FastVid Android App টির সাইজ মাত্র ৭ এম্বি।

৩০ শে ডিসেম্বর, ২০২০ পর্যন্ত, প্রায় ৫০ মিলিয়ন মানুষ এই App টি ডাউনলোড করেছে এবং ১ মিলিয়ন ব্যবহারকারী App টির উপর রিভিউ প্রদান করেছেন। গড় রিভিউ রেটিং ৪.৬ স্টার!

FastVid App টিতে ফেসবুক থেকে ভিডিও ডাউনলোড করার তিনটি ভিন্ন ভিন্ন পদ্ধতি রয়েছে।

১ম পদ্ধতি : FastVid এ্যাপটির নিজস্ব ব্রাউজার দিয়ে ফেসবুকে লগইন করার মাধ্যমে

অ্যাপস দিয়ে ফেসবুক ভিডিও ডাউনলোড করার উপায়
App diye Facebook theke video Download

এই পদ্ধতিতে কোনো প্রাইভেট গ্রুপে পাবলিশ করা ভিডিও কিংবা আপনার কোনো ফ্রেন্ডের প্রাইভেসি “Friends/Friends Of Friends/Custom” করে রাখা ভিডিও ও লাইভসহ যেকোনো প্রকার ভিডিও ডাউনলোড করতে পারবেন, কোনো প্রকার সমস্যাই হবে না।

এই পদ্ধতিতে ফেসবুকের ভিডিও ডাউনলোড করার জন্য নিম্নলিখিত ধাপসমূহ অনুসরণ করুন।

  • ধাপ ১ : FastVid এ্যাপে ঢুকে ব্রাউজারে প্রবেশ করুন।
  • ধাপ ২ : মোবাইল নাম্বার ও পাসওয়ার্ড দিয়ে ফেসবুকে লগইন করুন।
  • ধাপ ৩ : আপনি যে ভিডিওটি ডাউনলোড করতে চান, সেটার উপর ক্লিক করুন।
  • ধাপ ৪ : “Download” অপশনে ক্লিক করুন।

২য় পদ্ধতি : FastVid এ্যাপে সরাসরি ভিডিও এর লিংক দেয়ার মাধ্যমে

মোবাইল দিয়ে ফেসবুক থেকে ভিডিও ডাউনলোড করার উপায়
mobile diye facebook video download

এই পদ্ধতিতে আপনি শুধুমাত্র পাবলিক বিভিন্ন গ্রুপ, পেজ এবং পাবলিক প্রাইভেসীতে রাখা যেকোনো ব্যক্তির ভিডিও ডাউনলোড করতে পারবেন।

এই পদ্ধতিতে ফেসবুকের ভিডিও ডাউনলোড করার জন্য নিম্নলিখিত ধাপসমূহ অনুসরণ করুন।

  • ধাপ ১ : যে ভিডিওটি ডাউনলোড করতে চান, সেই ভিডিওটির লিংক Copy করুন।
  • ধাপ ২ : কপি করা লিংকটি FastVid App এ ঢুকে “Url Tab”Paste করুন।
  • ধাপ ৩ : “Download” বাটনে ক্লিক করুন।

৩য় পদ্ধতি : FastVid এ্যাপে না ঢুকেই ফেসবুক এ্যাপ থেকে ডাউনলোড

২য় পদ্ধতির মতো এই পদ্ধতিতেও শুধুমাত্র প্রাইভেসী পাবলিক করে রাখা ভিডিওগুলো ডাউনলোড করা যাবে।

এই পদ্ধতিতে ফেসবুকের ভিডিও ডাউনলোড করার জন্য নিম্নলিখিত ধাপসমূহ অনুসরণ করুন।

  • ধাপ ১ : ফেসবুক মোবাইল এ্যাপে প্রবেশ করুন।
  • ধাপ ২ : আপনি ফেসবুকের যে ভিডিওটি ডাউনলোড করতে চাইছেন, সেটির “Share” বাটনে ক্লিক করুন।
  • ধাপ ৩ : সেখানে আপনি আপনার মোবাইলে থাকা বিভিন্ন এ্যাপের আইকন দেখতে পাবেন। FastVid App এর আইকনটি খুঁজে বের করুন এবং সেটায় ক্লিক করুন।

ওয়েবসাইট দিয়ে ফেসবুকের ভিডিও ডাউনলোড করার উপায়

থার্ড পার্টি ওয়েবসাইটের মাধ্যমে ফেসবুক থেকে ভিডিও ডাউনলোড করার জন্য আমাদের অবশ্যই কাঙ্ক্ষিত ভিডিওটির লিংক বের করা জানতে হবে।

ফেসবুক ভিডিও এর লিংক খুঁজে পাচ্ছেন না?

খুব সহজেই ফেসবুকের কোনো পোস্ট, ছবি বা ভিডিও এর লিংক খুঁজে পেতে নিম্নলিখিত ধাপসমূহ খেয়াল করুন।

ধাপ ১ : মোবাইল ব্যবহারকারী হলে ফেসবুকের মোবাইল এ্যাপ এবং পিসি ব্যবহারকারী হলে যেকোনো ব্রাউজার দিয়ে ফেসবুকে প্রবেশ করুন।

ধাপ ২ : যে পোস্ট, ছবি বা ভিডিও এর লিংক কপি পেতে চাইছেন, সেটির উপরের দিকের ডান পাশে থাকা থ্রি ডট আইকনে ক্লিক করুন।

ধাপ ৩ : Copy Link এ ক্লিক করুন।

That’s It…

ফেসবুক থেকে ভিডিও ডাউনলোড করার অনেকগুলো ওয়েবসাইট রয়েছে। সেগুলোর মাঝে FBDown.Net অন্যতম একটি ওয়েবসাইট। এখান থেকে ভিডিও ডাউনলোড করার জন্য নিম্নলিখিত ধাপসমূহ লক্ষ্য করুন।

  • ধাপ ১ : ফেসবুকে ঢুকে আপনার কাঙ্ক্ষিত ভিডিও এর লিংক কপি করুন।
  • ধাপ ২ : FBDown.Net এ গিয়ে কপি করা লিংকটি পেস্ট করে দিন।
  • ধাপ ৩ : Download এ ক্লিক করুন।

এই পদ্ধতিতে প্রাইভেসী “Public” করে রাখা যেকোনো ভিডিও এবং বিভিন্ন পেজের ভিডিওগুলো ডাউনলোড করা যাবে। কিন্তু প্রাইভেট করা গ্রুপ বা প্রাইভেসী লিমিট করা ভিডিও ডাউনলোড করা সম্ভব নয়। প্রাইভেসী লিমিট করা ভিডিও ডাউনলোড করার জন্য উপরোক্ত App টি ব্যবহার করতে হবে।

ফেসবুক থেকে ভিডিও ডাউনলোড করার প্রথম সারীর কিছু ওয়েবসাইট:

  1. fbdownloader
  2. GetfVid
  3. BitDownloader
  4. ClipGrab

ক্রোম এক্সটেনশন দিয়ে ফেসবুক থেকে ভিডিও ডাউনলোড

ক্রোম এক্সটেনশন দিয়ে যেকোনো প্রাইভেসীতে থাকা বা প্রাইভেট করে রাখা ভিডিও ডাউনলোড করা যাবে। এছাড়াও, আরো কিছু সুবিধা পাওয়া যাবে। যেমন:

  • এটি ব্যবহার করলে থার্ড পার্টি কোনো এ্যাপ অথবা ওয়েবসাইটে ঢোকার প্রয়োজন হয়না।
  • একবার এক্সটেনশন যুক্ত করে নিলেই ভিডিও এর ঠিক নিচে ডাউনলোড লিংক প্রদর্শিত হয়। তাই সময় নষ্ট হয় না।
  • কোয়ালিটি বাছাই করে HD ভিডিও ডাউনলোড করা যায়।

কিন্তু সমস্যা হলো, পিসি ব্যবহারকারীরা যত সহজে ক্রোম এক্সটেনশনের মজা লুফে নিতে পারে, মোবাইল ব্যবহারকারীরা ততটা পারে না। অনেকে জানেই না, কিভাবে মোবাইলে ক্রোম এক্সটেনশন যুক্ত করা যায়।

পিসিতে অধিকাংশ ব্রাউজার এবং মোবাইলে Yandex ব্রাউজারে ক্রোম এক্সটেনশন যুক্ত করার সুবিধা পাওয়া যায়।

এক্সটেনশনের সামনে “ক্রোম” দেখে ভাববেন না, আপনার মোবাইলের ক্রোম ব্রাউজারেও এটা কাজ করবে। মোবাইলের ক্রোম ব্রাউজারে এক্সটেনশনের সুবিধা রাখা হয়নি। তবে পিসির ক্রোম ব্রাউজারে এই সুবিধা পাওয়া যাবে।

ক্রোম এক্সটেনশন দিয়ে ফেসবুক থেকে ভিডিও ডাউনলোড করার জন্য নিম্নলিখিত ধাপসমূহ লক্ষ্য করুন।

  • ধাপ ১ : এখানে ক্লিক করে এক্সটেনশনটির ওয়েবপেজে যান এবং “Add to browser” এ ক্লিক করুন।
  • ধাপ ২ : একই ব্রাউজার দিয়ে আপনার ফেসবুক এক্যাউন্টে প্রবেশ করুন। খেয়াল রাখবেন, যেন পিসি মুড অন থাকে।
  • ধাপ ৩ : যে ভিডিওটি ডাউনলোড করতে চাইছেন, সেটার নিচে দেখুন কিছু অপশন আছে। ওখান থেকে প্রয়োজন অনুযায়ী কোয়ালিটি বাছাই করে ডাউনলোড করে ফেলুন।

শেষকথা

প্রকৃতপক্ষে, ফেসবুক থেকে ভিডিও ডাউনলোড করা খুবই সহজ একটি বিষয়। নতুনদের জন্য এই প্রক্রিয়াটি খানিকটা জটিল মনে হতে পারে। কিন্তু যারা ফেসবুকের সাথে বহুদিন যাবৎ যুক্ত আছে, তাদের কাছে এটা কোনো বলার মতো বিষয়ই না।

এ্যাপ দিয়ে ফেসবুক থেকে যেকোনো ভিডিও খুবই সহজেই ডাউনলোড করা যায়। কিন্তু কিছু কিছু ক্ষতিকারক এ্যাপ প্লেস্টোরে রয়েছে, যেগুলো আপনার ফেসবুক আইডি এবং মোবাইল, উভয়ের জন্যই হুমকিস্বরুপ। তাই, এ্যাপ দিয়ে ফেসবুক ভিডিও ডাউনলোড করতে চাইলে যাচাই বাছাই করে তারপরই ডাউনলোড করুন। নয়তো এখানে উল্লেখিত এ্যাপটি ব্যবহার করবেন। এটি একটি বিশ্বস্ত এ্যাপ।

লেখাটি উপকারী মনে হলে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না… 😊😊

প্রয়োজন মনে হলে পড়ে নিতে পারেন-

4 thoughts on “ফেসবুক থেকে ভিডিও ডাউনলোড করার উপায় (Facebook Video Download Tutorial)”

  1. Md. Tofayel Ahmed

    খুব উপকৃত হলাম। এবিষয়ে জানার খুব ইচ্ছে ছিল আমার

    1. এস এম হাসিব হাসনাইন

      অনেক অনেক ধন্যবাদ 😄

  2. লাবনী আক্তার সেতু

    ভাইয়া, Fast vid এ লিংক দিয়ে ডাউনলোড করতে পারছি না।

Comments are closed.